থেমে থাকা বাসে ধাক্কা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো তিন বন্ধুর
নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭), আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭) এবং শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)। তাদের প্রত্যেকের বাড়ি মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে কলেজ পড়ুয়া তিন বন্ধু মোটরসাইকেলে পত্নীতলা উপজেলার নজিপুরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সড়কে ছিটকে পড়ে তিন বন্ধুই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন।
অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়। রাজশাহীতে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার (৪ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক বন্ধু সাদনান সাকিব মারা যান।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জাগো নিউজকে বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত সুনিধির আশরাফের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। পরে রামেকে নেওয়ার পথে হৃদয় হোসেন এবং সর্বশেষ বুধবার ভোরে সাদনান সাকিবের মৃত্যুর খবর আমরা পেয়েছি।
আরমান হোসেন রুমন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান