ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলারোয়া সীমান্তে ভারতীয় দুই তরুণী আটক

প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০২ জুন ২০১৬

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় তরুণীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দা সীমান্ত এলাকা থেকে আটকের পর দু’জনকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত তরুণীরা হলেন ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটা থানার যাদবপুর গ্রামের সুলতান মোড়লের মেয়ে মনোয়ারা খাতুন (২৫) ও আজগর আলীর মেয়ে বিলকিছ (২০)।

মাদরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, বিজিবির নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে প্রবেশ করায় দুই তরুণীকে আটক করা হয়। তাদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আকরামুল ইসলাম/বিএ