ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ০২:৩৬ এএম, ০৩ জুন ২০১৬

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকালে শেরপুর উপজেলার ধনকুন্টি এলাকায় একটি যাত্রীবাহী বাসে সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ৭ জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২০ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

লিমন বাসার/আরএস/এমএস