ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৩ জুন ২০১৬

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আহমেদ মৃধা নির্বাচন বর্জন করেছেন।  

শুক্রবার সকালে শৈলকুপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন।

তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, স্বতন্ত্র প্রার্থীর হামলা-মামলায় নিজেকে নিরাপত্তাহীন ও ভোটের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করছেন।

একই সঙ্গে অভিযোগ করছেন দলীয় প্রার্থী হলেও ঝিনাইদহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার নির্বাচনী কাজে সহযোগিতা করেনি।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে আজ সকালে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস

আরও পড়ুন