ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাটিচাপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২:২২ পিএম, ০৩ জুন ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে কাজ করার সময় মাটিচাপা পড়ে মোকছেদুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় খামারপাড়া গ্রামে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদুল ইসলাম পুনতাইড় খামারপাড়া গ্রামের আব্দুল কাদেররের ছেলে।

এলাকাবাসী  জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামে নির্মাণাধীন একটি ব্রিজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন মোকছেদুল ইসলাম। এসময় হঠাৎ করে ব্রিজের রাস্তার মাটির একটি বড় চাপ হঠাৎ তার উপর ধ্বসে পড়ে। এতে মোকছেদুল ইসলাম মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।

মহিমাগঞ্জের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।  

অমিত দাশ/এফএ/পিআর