ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাহুবলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: ০২:৩২ এএম, ০৪ জুন ২০১৬

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে প্রবাসী নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, দুবাই, ওমান, সৌদি ও কাতার থেকে কয়েকজন প্রবাসী বাংলাদেশে আসেন রাত ৮টার দিকে। পরে শ্যামলী পরিবহনের একটি বাসযোগে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোর ৫টায় উপজেলার হাফিজপুর নামক স্থানে পৌঁছালে গাড়িটির ঢাকামুখী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় একটি প্রাইভেটকারও এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক প্রবাসী নারীসহ দুইজন নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এবিএস

আরও পড়ুন