ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ করায় মৎস্যজীবী দল নেতাকে কোপানো হলো

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১২ জুন ২০২৫

পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় মৎস্যজীবী দলের নেতা মো. জসিম হাওলাদারকে (৩০) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ জুন) রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত মো. জসিম হাওলাদার ব্যাসকাঠি গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে। তিনি গুয়ারেখা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে সরকারবিরোধী একাধিক স্ট্যাটাস দেন স্থানীয় মো. কিসলু সিকদার নামের এক ব্যক্তি। তিনি সন্ধ্যার পর বাজারে বের হলে জসিম হাওলাদার এ ধরনের স্ট্যাটাস দিতে বারণ করেন। এসময় কিসলু ক্ষিপ্ত হয়ে জসিমকে চড় থাপ্পড় দেন।

এরপর কিসলু তাদের অনুসারীদের মোবাইলে জানালে শফিক সিকদার, নাঈম সিকদার ও শামীম সিকদারের নেতৃত্বে জসিম সিকদারকে তাদের বাড়ি নিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে নেছারাবাদের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আহত জসিমকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মো. কিসলু সিকদার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাটিকেলবাড়ি গ্রামের মো. আদম আলী সিকদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, রোগীর মুখে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. কিসলু সিকদারের মোবাইলে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. তরিকুল ইসলাম/জেডএইচ/জেআইএম