ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেলের জালে মাছের বদলে ধরা পড়লো ‌‘বনরুই’

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:০২ পিএম, ১২ জুন ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে এক জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বনরুই। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরে জাল ফেলে মাছ শিকার করছিলেন এক জেলে। তখন তার জালে মাছের বদলে বিপন্ন প্রজাতির বনরুই ধরা পড়ে। পরে এটি বিক্রি করতে তিনি উপজেলার কলাগাঁও বাজারে নিয়ে যান। সেখানে প্রাণীটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আবুল হাসেম কলাগাঁও বাজারে গিয়ে বনরুইটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য আমীর আলীর জিম্মায় দিয়ে আসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

jagonews24

ইউএনও আবুল হাসেম বলেন, বনরুই একটি বিপন্ন প্রাণী। প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম