ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৪ জুন ২০১৬

ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দীয়া ইউনিয়নের চর ভৈরব হাজী তোফায়েল আহামদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও আনসারসহ আহত হয়েছেন আরো ৭ জন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে আধা ঘণ্টা ব্যাপী ওই কেন্দ্রের বাইরে ব্যাপক বোমা ও গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। পরে এক পর্যায়ে তারা কেন্দ্রে প্রবেশ করে গুলি বর্ষণ করতে থাকলে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হন।

জহিরুল হক মিলু/এফএ/এবিএস