বাড়ির পাশে পুকুরে পড়ে প্রাণ গেলো দুই শিশুর
টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) এবং আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে পরিবারের সবার অজান্তে খেলতে যায় ওই দুই শিশু। বাড়ির পাশের এক পুকুরে পড়ে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তাদের ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাত ছাত্রলীগের
- ২ ফেরিতে ট্রাক চালু হয়ে আরও ৪ গাড়ি নিয়ে পড়লো নদীতে, এক চালক নিখোঁজ
- ৩ হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ
- ৪ ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
- ৫ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য জিতলেন বাংলাদেশের জুমার-উর্মি