আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালালেন দুই আসামি
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আসামিরা হলেন জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ থানা এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ। এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখ নামের দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান তারা। পরে এদের মধ্যে দুলাল শেখকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিধান মজুমদার অনি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লোহাগাড়ায় জুলাই শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাত ছাত্রলীগের
- ২ ফেরিতে ট্রাক চালু হয়ে আরও ৪ গাড়ি নিয়ে পড়লো নদীতে, এক চালক নিখোঁজ
- ৩ হাদির মরদেহ জন্মভিটায় না নেওয়ায় এলাকাবাসীর আক্ষেপ
- ৪ ময়মনসিংহের ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি: র্যাব
- ৫ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য জিতলেন বাংলাদেশের জুমার-উর্মি