টেকনাফ ঘুরে গেলেন সারজিস আলম
কক্সবাজারের টেকনাফে স্থানীয়দের সঙ্গে সারজিস আলম
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘুরে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এসময় নির্বাচনে মাদক কারবারি, দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (১৫ জুন) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফনদীর পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান সারজিস আলম।

দুপুর সাড়ে ১২টার দিকে নাফনদীর জেটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে কয়েকজনের সঙ্গে কথা বলেন সারজিস আলম। এসময় তাদের কাছে জাতীয় নাগরিক পার্টি বিষয়ে কতটুকু জানেন, তাকে চেনেন কি না, কীভাবে চেনেন এসব প্রশ্ন করেন তিনি।
সারজিস আলম তাদের দলের নাম জানা এবং তাকে চিনতে পারায় আনন্দ প্রকাশ করেন। তিনি সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান কমেছে কি না, আওয়ামী লীগের লোকজন যারা মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন, তারা আছেন নাকি পালিয়ে গেছে জানতে চান। এরপর তাদের দলে যোগদানের আহ্বান জানান এনসিপির এই নেতা।

এসময় টেকনাফের ছাত্রপ্রতিনিধি মোরশেদ আলম, জুবাইর আজিজ, বাহাউদ্দিন, সায়েম সিকদার, আবছার হোসাইন, মাহমুদুল হাসান বাবুল, রবিউল আলমসহ অন্যরা তার সঙ্গে দেখা করেন। পরে ১টার দিকে কক্সবাজারে ফেরেন সারজিস আলম।
জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ