ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৬ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মো. আলমগীর (১৯) এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ডি ব্লকের মৃত মো. হারেছের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. কাউছার সিকদার।

তিনি জানান, দুপুরের দিকে মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে আলমগীরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম