ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৭ জুন ২০২৫

বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন ১৯৫১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৬৮টি ব্যাচের প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী।

সম্প্রতি স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।

অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশনের আহ্বায়ক মমতাজ উদ্দিন আহমদ পুনর্মিলনে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব‍্য রাখেন। এরপর এক শোভাযাত্রা স্কুল থেকে শুরু হয়ে বরিশাল টাউন হল ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুলে ফিরে আসে।

বরিশাল জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

মূল অনুষ্ঠানটি বিকেলে বরিশাল ক্লাবের টেনিস গ্ৰাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের বিভিন্ন সময়ের কৃতী প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ১৯৫১ ব্যাচের হা‌বিবুর রহমান, ১৯৫৯ ব্যাচের সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বুয়েটের প্রাক্তন শিক্ষক ড. শামীমুজ্জামান বসুনিয়া, ১৯৫২ ব্যাচের চিকিৎসক ডা. হারুন অর র‌শিদ এবং ১৯৭২ ব্যাচের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম।

আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হোসেন হেলাল এবং স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সবিতা রানী হালদার।

সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় ছিল বরিশালের স্থানীয় ব্যান্ড ‌‘আউট অব বক্স’ ও ‘রঙ পেন্সিল’। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলে আশির দশকের জনপ্রিয় ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’ এর জমকালো পরিবেশনা।

রাতে র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে মিলনমেলা আরও আনন্দময় হয়ে ওঠে। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ১৯৮৬ ব্যাচের আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান এবং ২০০৪ ব্যাচের রাশেদ ইমাম।

শাওন খান/এসআর/জিকেএস