ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৪ জুন ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রিয়াদ হোসেন (২৯) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার মধুপুর এলাকার প্যারাডাইম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার শিক্ষক ও চরবংশী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ওই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে তার বাবা শনিবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ বিদ্যালয় থেকে তাকে আটক করে।

প্যারাডাইম রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোতাচ্ছেম বিল্লাহ জানান, ছাত্রীর বাবা তাকে বিষয়টি জানালে তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে শনিবার জরুরি সভার সিদ্ধান্ত নেন। এর আগেই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ শিক্ষক রিয়াদকে আটক করে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে ওই শিক্ষককে আটক করা হয়েছে। তবে বিষয়টি যাচাই-বাচাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/আরআইপি