মোকামতলায় বাসের ধাক্কায় অটোভ্যানের তিনযাত্রী নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুরে মিনিবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বাদিয়াচড়া গ্রামের নইমুদ্দিনের ছেলে লিলু মিয়া (২৫), চাঁনমিয়ার ছেলে আয়ুব আলী (২৪) এবং আব্দুর রহিম (২৫)। আব্দুর রহিমের বাবার নাম জানা যায়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবর আল মাসুদ জানান, শনিবার দিনাজপুর থেকে দিথী পরিবহনের একটি মিনিবাস বগুড়া যাচ্ছিল। এদিকে মুরাদপুর থেকে চার যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চন্ডিহারার দিকে যাবার সময় দ্রুতগামী মিনিবাসটি পেছন থেকে অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী মহাসড়কের ওপর ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, নিহত তিনজনকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনিবাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
লিমন বাসার/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে হ্যাঁ ভোটের কথা বলায় খতিবকে যুবদল নেতার হুমকি
- ২ মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
- ৩ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মান্নার
- ৪ সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪
- ৫ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, পাবনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার