পঞ্চগড়ে সেনা অভিযানে জাল ডলারসহ আটক ৬

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে শরের চৌরঙ্গী মোড় থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা জাল ডলার ছাড়াও মোবাইল ফোন, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের সোহেল ইসলাম (৩৪), একই এলাকার রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় শহরের ইসলামবাগ গ্রামের হোসেন আলী বাবু (৩৬)।
সেনা সদস্যরা জানান, বিকেলে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসব জাল ডলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে এক ব্যক্তির মাধ্যমে পাশের দেশে পাচার করার কথা ছিল।
পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা করে আসছিল। নকল ডলার দেশে ও পাশের দেশে বিক্রি করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে নকল ৮০ হাজার ইউএস ডলারসহ তাদের আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, জাল ডলার ও জব্দকৃত মালামালসহ ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।।
সফিকুল আলম/এমএন/জেআইএম