বগুড়ায় ৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত : মহাসড়ক অবরোধ
সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় মহাসড়ক অবরোধ করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মন্ডলের কর্মী সমর্থকরা।
শনিবার বিকেল পাঁচটা থেকে চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক এবং গোদারপাড়া এলাকায় বগুড়া- নওগাঁ সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থলে বিজিবি, র্যাব ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ ছিলো।
জানা গেছে, ব্যালট পেপারে নৌকা মার্কা প্রতীকে প্রার্থীর নাম ভুল ছাপা হওয়ার কারণে শনিবার বিকেলে নির্বাচন কমিশন থেকে এরুলিয়া ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।
এ খবর জানতে পেরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের কর্মী ও সমর্থকরা রাস্তায় নেমে পড়ে। তারা ভোটগ্রহণ স্থগিতের প্রতিবাদে মহাসড়কে বাস ও ট্রাক আড়াআড়ি ভাবে রেখে অবরোধ সৃষ্টি করে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, অবরোধ খুলে মহাসড়ক মুক্ত করার চেষ্টা চলছে। আসলে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনো কথা শুনছে না।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মন্ডল জানান, নির্বাচন কমিশনের ভুলের মাশুল তিনি কিংবা তার ভোটাররা কেন দেবে। তিনি নির্বাচিত হবেন জেনেই ইচ্ছে করে এই অবস্থার সৃষ্টি করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ফলাফল ও ভোটগ্রহণ স্থগিত করা হয়ছে। ইচ্ছে করে অরাজকতা সৃষ্টি করে কোনো লাভ নেই।
লিমন বাসার/এসকেডি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে হ্যাঁ ভোটের কথা বলায় খতিবকে যুবদল নেতার হুমকি
- ২ মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
- ৩ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মান্নার
- ৪ সাভারে বাসায় আগুন, দুই জাবি ছাত্রসহ দগ্ধ ৪
- ৫ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, পাবনায় বিএনপির চার নেতাকে বহিষ্কার