জয়পুরহাটে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা লুট
সিসি ক্যামেরায় ধরা পড়া ডাকাতির দৃশ্য
জয়পুরহাটের আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম ইসমাইল হোসেন টুকু। তিনি একজন পোল্ট্রি ও হ্যাচারি ব্যবসায়ী।
শুক্রবার (২০ জুন) দিনগত গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুখোশধারী ছয়জন ডাকাত ওই বাড়িতে প্রবেশ করে। তারা ইসমাইল হোসেন টুকু ও তার স্ত্রী বিলকিস আরাকে মারধর করে বেঁধে রেখে রাখেন। পরে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও দামি জিনিসপত্র লুট করেন।
গৃহকর্ত্রীর দাবি, ডাকাতরা প্রায় পাঁচ লাখ নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা দামের ছয়টি ঘড়ি লুট করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।
এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ২ ভেকু দিয়ে নির্মাণাধীন রাস্তা কাটলেন আওয়ামী লীগ নেতা
- ৩ মা হলো ধর্ষণের শিকার কিশোরী, তিন মাসেও আসামিকে ধরতে ব্যর্থ পুলিশ
- ৪ সুদের টাকা আদায়ে ব্যবসায়ীর নামে আওয়ামী লীগ নেতার ১৯ মামলা
- ৫ নিজ বাড়িতে ‘যৌনকর্মীদের’ আশ্রয়, জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার