ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ভারতীয় ট্রাকসহ মুরগির বাচ্চা জব্দ

প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৫ জুন ২০১৬

সাতক্ষীরায় অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা ৫ হাজার পিস মুরগির বাচ্চা ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বিজিবি। রোববার ভোরে শহরের বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে এসব জব্দ করা হয়।

৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের নায়েক সুবেদার বেল্লাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে নিয়ে আসা ৫ হাজার পিস মুরগির বাচ্চা ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

আকরামুল ইসলাম/এসএস/আরআইপি

আরও পড়ুন