ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এসপি বাবুলের বাড়িতে চলছে শোকের মাতম

প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৫ জুন ২০১৬

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু খুনের ঘটনায় মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় তার পৈতৃক বাড়িতে চলছে শোকের মাতম।

পুত্রবধূর এ নির্মম মৃত্যুতে বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ ও মা শাহিদা বেগম বিলাপ করছেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানাতে বাবুল আক্তারের বাড়িতে ভিড় করেন। মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম স্ত্রীসহ বাবুল আক্তারের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সমবেদনা জানান।

SP-Babul

উল্লেখ্য, এসপি বাবুল আক্তারের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল ওয়াদুদ ও তার মা শাহিদা বেগম মাগুরার শহরের কাউন্সিল পাড়া নিজ বাড়িতে বসবাস করেন।  

এসপি বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে জানান, নিহতের কবর তার পারিবারিক গোরস্থান ঝিনাইদহ জেলার শৈলকূপাতে দেয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তীতের পরিবারের অন্যান্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

আরাফাত হোসেন/এসএস/এমএস

আরও পড়ুন