ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে চায়না নাগরিকসহ পাঁচ প্রতারক গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ জুন ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চায়না নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, চায়না নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

পুলিশ জানায়, ঢাকার বসুন্ধরা এলাকা হতে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতার চায়না নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাৎকৃত টাকা তাদের নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আসামিদের বিরুদ্ধে জিএমপি সদর খানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস