ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসী জামাইকে ‘পিটিয়ে হত্যা’, শ্বশুরবাড়ি পুড়িয়ে দিলো গ্রামবাসী

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৫ জুন ২০২৫

মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার শ্বশুরের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন নিহতের পরিবারের লোকজন ও গ্রামবাসী।

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাতে সোমেদ চৌকিদারের বাড়িতে তার মেয়ে রেশমা বেগমের দ্বিতীয় স্বামী ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে চিকিৎসার কথা বলে হালিমের মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানেই মরদেহটি ফেলে রেখে পালিয়ে যান স্ত্রী রেশমা ও তার পরিবারের লোকজন। পরে ঘটনাটি জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী।

প্রবাসী জামাইকে ‘পিটিয়ে হত্যা’, শ্বশুরবাড়ি পুড়িয়ে দিলো গ্রামবাসী

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত হালিমের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা মিলে সোমেদ চৌকিদারের বসতবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আগুনে একটি রান্নাঘর, ধান রাখার গোলাঘর ও চার কক্ষবিশিষ্ট একতলা ভবনের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্ত্রী রেশমা, শ্বশুর সোমেদ চৌকিদার, শ্যালক সবুজ চোকদারসহ পরিবারের সদস্যরা পলাতক।

প্রবাসী জামাইকে ‘পিটিয়ে হত্যা’, শ্বশুরবাড়ি পুড়িয়ে দিলো গ্রামবাসী

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ তৎপর আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস