ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৬ জুন ২০২৫

নীলফামারীর চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্টে হিরা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা চিলাহাটি ভোগডাবুরী ইউনিয়নের টিটি পাড়ার ধরি উদ্দিনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

পরিবার জানায়, সকালে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদুল আলম জানান, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ/জিকেএস