ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে পেট্রলবোমা-অস্ত্র উদ্ধারসহ আটক ১৫

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের যৌথ অভিযানে ১৬টি পেট্রলবোমাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

B.baria

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ বাজারের শ্যামল মিয়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসার ছাদসহ বিভিন্নস্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র (টেঁটা) উদ্ধার করা হয়। পরে পুলিশ পেট্রলবোমার মতো কিছু একটা দেখতে পেয়ে র‌্যাব সদস্যদের খবর দিলে র‌্যাব ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় সিড়ি রুমের পাশ থেকে ১৬টি পেট্রলবোমা উদ্ধার করে। পরে বাসার ভেতর থেকে চাইনিজ কুড়াল, রামদা ও বিপুল পরিমাণ ধর্মীয় বইসহ ১৫ জনকে আটক করে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/এবিএস