টাঙ্গাইলে রথযাত্রা উৎসব শুরু
টাঙ্গাইল সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন শহর প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পূজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণ।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ জুলাই উল্টো রথটানার মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে।
আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস