ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় নদীতে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৭ জুন ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলায় নদীতে গোসলে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় বড়াল নদে এ ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুল শিক্ষার্থীরা হলো- উপজেলার থানাপাড়া এলাকার আবু সামা কমিশনারের ছেলে জুবায়ের (১১) ও একই এলাকার আলমগীর হোসাইনের মেয়ে তন্বী খাতুন (৮)। তারা দুজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও চাচাতো ভাইবোন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদে গোসল করতে নামে জুবায়ের ও তন্বী। তারা কেউই সাঁতার জানতো না। ফলে একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাদের দ্রুত গোপালনগর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি হাসনাত জামান বলেন, একই পরিবারের দুজন নিহতের বিষয়টি দুঃখজনক। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তানদের ক্ষেত্রে সবার আরও সচেতন হওয়া উচিত।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/এএসএম