ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি | টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৭ জুন ২০২৫

কক্সবাজারের টেকনাফে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলো, উপজেলার হ্নীলার বড় লেচুয়াপ্রাং এলাকার জিয়াউর রহমানের ছেলে মো. ফারুক (১০) ও একই গ্রামের আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৭)।

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী জানান, দুপুরে উপজেলার বড় লেচুয়াপ্রাং এলাকায় ফারুক ও জান্নাত আরা পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তারা পুকুরে পড়ে গেলে অন্য শিশুরা বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন এসে পুকুরে দুই শিশুকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ফারুক ও জান্নাত আরাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এএসএম