ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রাম

দুর্বৃত্তদের হামলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আহত

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৮ জুন ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের একজন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে দায়িত্বে রয়েছেন। শনিবার (২৮জুন) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু মোত্তালেব জানান, প্রতিদিনের মতো সকালে হাসপাতালে ডিউটিতে এসেছি। দুপুর ১২টার দিকে হাসপাতালের সামনে একটি চায়ের দোকানে যাই। এসময় আকস্মিক দুজন ব্যক্তি আমার নাম-পরিচয় জেনে আক্রমণ করে।

হামলাকারীরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। কী কারণে এমন হামলা করেছে সেই বিষয়ে কিছু জানেন না তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মনীষা দাশ বলেন, হামলার পর আমাদের কিছু পরিচিত লোক তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন। ওনার নাক দিয়ে রক্ত পড়ে শার্ট ভিজে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জমান মানু/আরএইচ/জেআইএম