ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

প্রকাশিত: ০৪:০০ এএম, ০৬ জুন ২০১৬

মানিকগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। সোমবার সকাল ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম রাজন মিয়া (২৫)। তিনি রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশর ফাড়ির উপ-পর্রিদশ মো.জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্টাক রাজবাড়ি যাচ্ছিল। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ওই ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান হেলপার রাজন মিয়া। গুরুতর আহত অবস্থায় চালক অনিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বি.এম খোরশেদ/এসএস/পিআর

আরও পড়ুন