ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসীর স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ১০:৫৩ এএম, ৩০ জুন ২০২৫

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে পালানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

রোববার (২৯ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার রাজৈরের মোল্লাকান্দি এলাকার আমির মাতুব্বরের ছেলে ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী। তিনি একই উপজেলার বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের শাহালম হাওলাদারের মেয়ে।

পুলিশ, হাসপাতাল, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে ইতালি প্রবাসী রানা মাতুব্বরের সঙ্গে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজন জেসমিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

প্রবাসীর স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন

রোববার রাতে জেসমিনকে শ্বশুর বাড়ির লোকজন তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। পরে কৌশলে মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান তারা। খবর পেয়ে জেসমিনের বাবার বাড়ির লোকজন ও পুলিশ আসে। পরে হাসপাতাল থেকে মরদেহটি করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত জেসমিনের তিন বছর বয়সী একটি মেয়ে আছে।

নিহতের চাচা সাইফুল হাওলাদার বলেন, পরিকল্পিতভাবে জেসমিনকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকে জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। আমরা বারবার আপোসের চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। শেষ পর্যন্ত মেরেই ফেললো।

এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকজন পলাতক থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/জেআইএম