ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অ্যাটর্নি জেনারেল

বিচারের সব প্যারামিটার ধরে জুলাই গণহত্যার বিচার করছি

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ৩০ জুন ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বিচারের সব প্যারামিটার ধরে জুলাই গণহত্যার বিচার করছি। এ বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদের আত্মার কাছে ঋণী হয়ে থাকতে চাই না।’

সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজারের আইনজীবী সমিতির বার ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান জানান, ‘বিচার বিভাগ হত্যার মহা ভিলেন ছিলেন জাস্টিস এবিএম খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে কাস্ট করার কালচার চালু হয়েছিল। এ সংশোধনের রায়ের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। দেশে অবিচারের বীজ বপন হয়েছে, খুনের রাজনীতি চালু হয়েছে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের দেখতে গিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। সমস্ত মিডিয়ার প্রবেশ বন্ধ করে তিনি ভিতরে ঢুকে পঙ্গু-গুলিবিদ্ধ মানুষের ওপর থুথু ছিটিয়েছিলেন। চিকিৎসক-নার্সদের বলা দেওয়া হয়েছে এরা যেন চিকিৎসা না পায়।’

এসময় জেলা ও দায়রা জজ খাদেম উল কায়েস, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, নারী ও শিশু ট্রাইব্যুনালের জজ এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ওমর ফারুক নাঈম/আরএইচ/এএসএম