ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ০৬:২০ এএম, ০৬ জুন ২০১৬

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান বিপ্লব (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।

সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লবের বাড়ি রংপুর জেলার সূত্রাপুর এলাকায়।
 
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সোমবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের চালক মারা যান। এ ঘটনার পর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি