ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক সেবনের অভিযোগে দুই কারারক্ষী বরখাস্ত

প্রকাশিত: ১১:৪২ এএম, ০৬ জুন ২০১৬

চুয়াডাঙ্গায় মাদক সেবনের অভিযোগে জেলা কারাগারের দুই কারারক্ষীসহ তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেল কর্তৃপক্ষ ওই দুই কারারক্ষীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।

সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আব্দুল হালিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গা জেলা কারাগারের কারারক্ষী খুলনার খানজাহান আলী এলাকার হেমায়েত উদ্দিনের ছেলে কনস্টেবল নাসিরুল ইসলাস (২৮), ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা শহরের মোফাজ্জেল হোসেনের ছেলে কনস্টেবল বাচ্চু মিয়া (৩৩) এবং দামুড়হুদার ফকিরপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে রানা (৩২)। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়।
 
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, কারারক্ষী নাসিরুল ও বাচ্চু মিয়াকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে দর্শনা থেকে মাদক সেবন করে চুয়াডাঙ্গায় ফেরার পথে দর্শনা রেলক্রসিং নামক স্থানে টহল পুলিশ তাদের আটক করে। এ সময় দুই কারারক্ষীসহ তিন টহল পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পরে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি