চাঁদপুর
মেয়াদোত্তীর্ণ ওষুধ-খাবার বিক্রি, দুই দোকানির জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় হক ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা ও তারিখ ছাড়া খাবার তৈরির অপরাধে নিউ চিটাগং বেকারির মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
শরীফুল ইসলাম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপি নেতাকে গুলি: চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির কড়া নজরদারি
- ২ ঘন কুয়াশা-হিম বাতাসে স্থবির কুড়িগ্রামের জনজীবন
- ৩ ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ডা. আবু সাঈদ ফের গ্রেফতার
- ৪ এনসিপি নেতাকে আ’লীগের কর্মী হিসেবে গ্রেফতার, ওসিকে আদালতে তলব
- ৫ হেডফোন কানে দিয়ে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের