আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিরবার (১২ জুলাই) সকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় (মামলা নম্বর-১৭/২০২৫) তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ৯৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি একটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
অ্যাডভোকেট উজ্জ্বল বোস পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
মাহমুদ হাসান রায়হান/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি