স্বেচ্ছাশ্রমে মজুতখালী নদীর বাঁধ সংস্কার করলো গ্রামবাসী
শত মানুষের স্বেচ্ছাশ্রমে যশোরের অভয়নগরে মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলীয়ারাবাদ গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ধসে যাওয়া ১০০ মিটার বাঁধ সংস্কার করেন তারা।
সংস্কার বা মেরামতের উদ্দেশ্যে সকাল থেকেই গ্রামের নারী-পুরুষ-যুবকরা ঝুঁড়ি, কোঁদাল, পলিথিনের বস্তা ও বাঁশ নিয়ে বাঁধে জড়ো হন। স্থানীয় ইউপি সদস্যের আহ্বানে সকাল ১০টা থেকে কাজ শুরু হয়।
স্থানীয় ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন, গত বছর বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধের কয়েক স্থান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি কয়েক দিনের টানা বর্ষণে দিঘলীয়ারাবাদ গ্রামের মজুতখালী নদীর বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার ধসে যেতে শুরু করে। তাই গ্রামবাসীর উদ্যোগে দ্রুত সংস্কার করা হয়েছে। তা না হলে দিঘলীয়ারাবাদ, নলামারা ও জয়ারাবাদ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ত। তলিয়ে যেত ফসল ও শত শত ঘের।
তিনি আরও বলেন, প্রায় ১০০ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছেন। ধসে যাওয়া বেড়িবাঁধে ৮০০ বস্তা বালি ও ৮০ বাঁশ ব্যবহার করা হয়েছে। বেড়িবাঁধ প্রাথমিকভাবে সংস্কার সম্পন্ন হয়েছে। গ্রামবাসীর অর্থায়নে এই কাজে খরচ হয়েছে ৮০ হাজার টাকা।
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) বাঁধ সংস্কারের জন্য গ্রামবাসীর পক্ষ থেকে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মজুতখালী নদীর ধসে যাওয়া বেড়িবাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ড়ের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল।
মিলন রহমান/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার