সিলেটে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কলার্স হোমের প্রশাসনিক কর্মকর্তা স্ত্রীসহ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তাদের কন্যাশিশু স্কলার্স হোমের শিক্ষার্থী আরুণিমা স্নেহা রায়।
নিহতরা হলেন- সিলেটের স্কলার্স হোম (শাহী ঈদগাহ) এর প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাশ (৪৫)।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে শহরতলির খাদিমপাড়া ইউপির শাহপরান নিপবন এলাকার বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সঙ্গে ছিল স্কলার্স হোমের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তাদের কন্যাসন্তান আরুণিমা স্নেহা রায় (১২)।
তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি এমসি কলেজ রোডসংলগ্ন মাদানীবাগ নামক এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের (সিলেট-গ-১১-১১৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অরজিৎ। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় সুমিতা দাশের।
তাদের সন্তান অরুণিমা বর্তমানে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহত সুমিতা দাশ কবি ও সংগঠক ধ্রুব গৌতমের বড় বোন।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ময়নাতদন্ত শেষে বিকেল ৫টার দিকে পুলিশ নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
ছামির মাহমুদ/এমএএস/এবিএস