ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদা দাবির অভিযোগে কনস্টেবলসহ আটক ২

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৫

পঞ্চগড়ে পুলিশের এসআই পরিচয়ে চাঁদা দাবি করায় মিজানুর রহমানসহ (২৮) দুজনকে আটক করে থানায় দিয়েছে স্থানীয় জনতা।

আটক মিজানুর রহমান পুলিশ কনস্টেবল। অপরজন শরিফুল ইসলাম (৩০)।

রোববার (১৩ জুলাই) বিকেলে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

আটক কনস্টেবল মিজানুর রহমানের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকায়। শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদরের সাতমেরা পেলকুজোত এলাকায়।

পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার বলেয়া পাড়া এলাকায় মাধব চন্দ্র রায়সহ (১৪) তিনজন সড়কের পাশে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় কনস্টেবল মিজানুর রহমান এসআই এবং শরিফুল ইসলাম নিজেকে ডিবির সোর্স পরিচয় দিয়ে জানান- যদি কাউকে ক্যাসিনো গেম খেলা অবস্থায় পাওয়া যায় তাহলে আটক করা হবে। পরে তারা মাধবকে ক্যাসিনো খেলার অভিযোগে হ্যান্ডকাফ লাগিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় মাধবের চিৎকারে পরিবারের সদস্যরা এলে তাকে ছাড়তে এক লাখ টাকা দাবি করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানা ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আল আমিন, সদর থানার এসআই কাইয়ূম আলীসহ ফোর্স নিয়ে এলে স্থানীয়রা তাদের হাতে তুলে দেন।

ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মাধবকে ছেড়ে দিতে এক লাখ টাকা দাবির পর সন্দেহ হয়। এরপর তাদের আটকে রাখা হয়। কয়েকদিন আগেও কনস্টেবল মিজানুর রহমান দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছেন বলে শুনেছি।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, আটক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আরেকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সফিকুল আলম/এএইচ/জিকেএস