সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
সিরাজগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ওঅন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা ও ট্রাফিক পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৯৭৩) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বগুড়া থেকে ঢাকাগামী মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৬১৮৭) ওভার টেকিং করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রীর মারা যান। এ ঘটনায় আহত হন কমপক্ষে আরও ২০ যাত্রী।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. নুরুল ইসলাম ইসলাম জানান, যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে আনা হয়েছে তার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাদল ভৌমিক/এমএএস/আরআইপি