বড়বাড়ি সীমান্তে বসলো নতুন বিওপি, অপরাধ কমার আশা
পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে অবৈধ পারাপার, মাদক চোরাচালান বন্ধসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন একটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকায় বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান নবনির্মিত বিওপির উদ্বোধন করেন।
এর আগে রিজিয়ন কমান্ডার জাহিদুর গার্ড অব অনার গ্রহণ শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে নামফলক উন্মোচনসহ বিওপি চত্বরে একটি কমলা গাছের চারা রোপণ করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, তিন পাশজুড়ে ভারতের সীমান্ত ঘেরা পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত এলাকা ২৮২ কিলোমিটার। বিস্তীর্ণ এই সীমান্ত এলাকায় বিজিবির তিনটি ব্যাটালিয়নের মধ্যে নীলফামারী ৫৬, ঠাকুরগাঁও ৫০ এবং পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। এরমধ্যে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঘাগড়া ও বড়বাড়ি সীমান্তেই একের পর এক বিএসএফের গুলি, মাদক চোরাচালানসহ ভারতের পুশ ইনের ঘটনা ঘটে। ঘাগড়া সীমান্ত বিজিবির বিওপি থাকলেও গুরুত্বপূর্ণ বড়বাড়ি সীমান্ত এলাকা ছিল অরক্ষিত।
উদ্বোধনী আয়োজনে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বড়বাড়ি সীমান্তের বাসিন্দা জরিনা বেগম আশা প্রকাশ করেন, নতুন এই বিজিবি ক্যাম্প স্থাপনের পর সীমান্তে অবৈধ পারাপার, মাদক চোরাচালান, ভারতের পুশ ইনসহ সীমান্ত অপরাধ কমবে।

স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, ‘কয়েক দিন আগেও এই সীমান্ত এলাকা দিয়ে ভারতের ১১ জনকে পুশ ইন করা হয়েছিল। নতুন বিজিবির ক্যাম্প স্থাপনের পর আশা করি, অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ আমরা সীমান্তের লোকজন রাতে শান্তিতে ঘুমাতে পারবো।’
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে এই বিওপির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এসময় তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে বিজিবি সদস্যদের নির্দেশনা দেন।।
সফিকুল আলম/এসআর/এএসএম