জয়পুরহাটে অটোরিকশা চাপায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রাম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রামের জোতিন কুমারের ছেলে সন্তেশ কুমার (৫৫) ও একই গ্রামের শশীর কুমারের ছেলে জিতেন কুমার (৫৩)।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কিরণ কুমার রায় জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিহতরা পাঁচবিবি-কামদিয়া সড়কের বিদ্দিগ্রাম এলাকায় রাস্তার উপর বসেছিলেন। এ সময় পাঁচবিবি থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে হঠাৎ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় একই গ্রামের নুরুজ্জামান (৪০) নামে আরো একজন আহত হয়েছেন। তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাশেদুজ্জামান/এসএস/এবিএস