ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ পদযাত্রায় অতর্কিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও বাংলা ব্লকেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহ‌রের কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে মিলিত হ‌য়ে প্রতিবাদ সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, মুখ্য সংগঠক ঈব্রাহিম, যুবশক্তির আহ্বায়ক জাহিদ হোসেন প্রমুখ।

সামাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তো‌লেন।

রোকনুজ্জামান মানু/এএমএ