শিবির কর্মীর একি কাণ্ড!
বরিশালে শিবির কর্মীর কামড়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর বান্দ রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন, মো. জয়নাল। তিনি বরিশাল মেট্রো পলিটন পুলিশের বিশেষ শাখার সদস্য। এ ঘটনায় কউকে আটক করা না গেলেও কমড়ের পর জামায়াত কর্মীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।
প্রর্তক্ষ্যদর্শীরা জানায়, হরতালের সমর্থনে সকালে স্টেডিয়াম এলাকায় ৪টি মোটরসাইকেল যোগে ৮/১০ জামায়াত-শিবিরের কর্মীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন দিতে চাইলে সেখানে থাকা নগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল মো. জয়নাল বাঁধা দিলে তাকে মারধর করে।
এ সময় জয়নাল একজনকে জাপটে ধরলে তাকে কামড়িয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় এক শিবির কর্মী। জয়নালকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হরতালের প্রথম দিন বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং দুরপাল্লা রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটের লঞ্চ যথারীতি চলাচল করলেও হরতালের কারণে যাত্রী কিছুটা কম দেখা গেছে।