ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে যুব ও মৎস্যজীবী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৮ জুলাই ২০২৫

পটুয়াখালীর দশমিনায় অপারেশন ডেভিল হান্টে যুবলীগ ও মৎস্যজীবী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (৫৩), একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন (৪০) এবং ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন সিকদারকে (৪০) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির খলিফা (৪০), মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন (৩৫) এবং আলীপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ সভাপতি আজাহার আকনকেও (৫৩) গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।

ওই ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালীদশমিনা থানায় মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, অভিযানে এজাহারভুক্ত আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মাহমুদ হাসান রায়হান/জেডএইচ/জিকেএস