ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাঁজা কেনাবেচার সময় আটক ২

প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৮ জুন ২০১৬

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গাঁজা কেনাবেচার সময় ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সানিয়াজান ব্রিজ এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
   
আটকরা হলেন, উপজেলার রমনীগঞ্জ গ্রামের মৃত মোতালেবের ছেলে গাঁজা বিক্রেতা সাহেব আলী (৫০) ও একই গ্রামের রসুল শেখের ছেলে গাঁজা ক্রেতা সাদ্দাম হোসেন (২০)।
 
পুলিশ জানায়, উপজেলার সানিয়াজান ব্রিজ এলাকার সাহেব আলীর বাসায় গাঁজা কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থলেই ১ কেজি গাঁজাসহ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

রবিউল হাসান/এফএ/আরআইপি