ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬
মাদারীপুরের মোস্তাফাপুর এলাকার জুয়েল চৌকিদারের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন- রুবেল ফকির, ইদ্রিস সরদার, সাদ্দাম গাজী, বাবুল দালাল, আমির বেপারী ও ওসমান ফকির। তাদের সবার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর তুলাতলা গ্রামে।
মাদারীপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়েল চৌকিদারের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের অস্ত্রসহ আটক করা হয়েছে। তারা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নাসিরুল হক/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান