পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
২৭ বছরের সমস্যার সমাধান কিছুটা সময় সাপেক্ষ: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যেকোনো জায়গা বা দেশের উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগতভাবে আমাদের এই অঞ্চল বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যকে যেন শক্তিতে রূপান্তর করতে পারি সেজন্য এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘ ২৭ বছরের সমস্যার সমাধান কিছুটা সময় সাপেক্ষ।
রোববার (২০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদি পশু, সেলাইমেশিন এবং প্রসূতি ও নবজাতকদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলটি পিছিয়ে রয়েছে। এই অঞ্চলটির সামগ্রিক উন্নয়ন করতে গেলে অত্র এলাকার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন হওয়া গুরুত্বপূর্ণ। ফলে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সাধন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আগে কনস্ট্রাকশন বরাদ্দ দেওয়া হত সব থেকে বেশি। যার কারণে জেলার সামগ্রিক উন্নয়ন ১৫ শতাংশে নেমেছে। এর থেকে উত্তরণে বর্তমান সময়ে কনস্ট্রাকশন খাতে শুধুমাত্র ২০ শতাংশ বরাদ্দ রেখে ৬০ শতাংশ বরাদ্দ জেলার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে দেওয়া হবে। অপর ২০ শতাংশ স্বাস্থ্য ও অন্যান্য খাতে ব্যয় করা হবে।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওসার প্রমুখ।
নয়ন চক্রবর্তী/এফএ/জেআইএম