ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনের খাল থেকে বিষ-মাছসহ ৩ নৌকা জব্দ

উপজেলা প্রতিনিধি | মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২০ জুলাই ২০২৫

সুন্দরবনের অভ্যন্তরের খাল থেকে বিষ-মাছসহ নৌকা জব্দ করেছে বনবিভাগ। রোববার (২০ জুলাই) সকালে বনের হুলার বারানি খাল থেকে এসব জব্দ করা হয়।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সকালে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানি খালে অভিযান চালায় কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দস্যুদের ফেলা যাওয়া তিনটি ডিঙি নৌকা, নৌকায় থাকা দুটি বিষের (কীটনাশক) বোতল, বিষ দিয়ে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ‘বিষ দস্যুদের সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ মাছ বিনষ্ট করা হয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস