পটুয়াখালীতে পুরোনো বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযান শুরু
পটুয়াখালীতে পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২০ জুলাই) বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়।
প্রথম দিনের অভিযানে দুপুর ২টা পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে শতাব্দী পরিবহনের বাসকে ৬ হাজার, শ্যামলী পরিবহনের বাসকে ৫ হাজার এবং মায়ের দোয়া পরিবহনের বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যেসব যানবাহনে সামান্য ত্রুটি পাওয়া গেছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
দেশজুড়ে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বশাক। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক নাসিরুল আরেফীন, ট্রাফিক সার্জেন্ট রাসেল রেজা, পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সোলায়মান বাদশাহ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।
মাহমুদ হাসান রায়হান/জেডএইচ/জিকেএস